Railway Recruitment 2025: রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন।

By Pinki Biswas

Published On:

Follow Us
Rail Group D Recruitment 2025

Railway Recruitment 2025: আনেক দিন ধরে চাকরির প্রচেষ্টা করছেন কিন্তু আপনার শিক্ষ্যাগত যোগ্যতা কম থাকার কারনে কোন রকম কোন চাকরির জন্য আবেদন করতে পারছেন না? আর কোন চিন্তা নেই এখন আপনার কাছে রয়েছে এক সুবর্ণ সুযোগ। ভারতীয় রেলেওয়ের পক্ষ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ হবে আবেদন জানান। রেলওয়ে চাকরি হচ্ছে কেন্দ্রিয় চাকরি গুলির মধ্যে অন্যতম চাকরি। প্রচুর পরিমানে প্রার্থীদের নিয়োগ করা হয় ভারতীয় রেলওয়েতে। প্রতেক বছর প্রচুর পরিমানে প্রার্থী নিয়োগ করা হয়। ২০২৫ এর শুরুতেই আবার রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

রেল বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 32 হাজার শুন্য পদে কর্মী নিয়োগ, কোন কোন পদের জন্য আবেদন থাকছে? কত কি শূন্যপদ রয়েছে? কবে থেকে আবেদন শুরু করতে পারবেন? প্রতি মাসে বেতন কত টাকা করে পাবেন? কারা কারা আবেদন করতে পারবেন? কিভাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ পদ্ধতি থাকছে? আবেদন কিভাবে জানাবেন, আরো প্রচুর প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবেন এই প্রতিবেদনের মাধ্যমে।

আবেদন পদ্ধতি

এই বছরে একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এখানে ছেলে ও মেয়ে দুজনেই আবেদন জানাতে পারবেন। সহকারি ট্রাক, নির্বিশেষে পয়েন্টস মেকানিক, টেকনিশিয়ান সহ একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন।

শূন্যপদের সংখ্যা

২০২৫ সালে এই (Railway Recruitment 2025) নিয়োগের মাধ্যমে ৩২,৮৩৮ জন যোগ্য বেক্তিকে নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা থেকে এটাই জানা গেছে। সরকারি খবর অনুসারে নিয়োগ প্রক্রিয়া মেনে শূন্য পদের সংখ্যা আরও আনেক বৃদ্ধি পেতে পারে।

পদের নামশূন্য পদের সংখ্যা
পয়েন্টসম্যান-বি799
সহকারী (ট্র্যাক মেশিন)301
সহকারী (সেতু)13187
ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী Gr257
সহকারী পি-ওয়ে2587
সহকারী (C&W)1381
সহকারী টিআরডি2012
সহকারী লোকো শেড (ডিজেল)420
সহকারী লোকো শেড (বৈদ্যুতিক)950
সহকারী অপারেশন (বৈদ্যুতিক)744
সহকারী TL &AC1041
সহকারী টিএল এবং এসি (ওয়ার্কশপ) 624
সহকারী (ওয়ার্কশপ) (মেক)3077
মোট শূন্য পদের সংখ্যা৩২,৪৩৮

মাসিক বেতন

কেন্দ্রীয় সরকারের লেভেল 1 বেতন ক্রম অনুযায়ী প্রতিমাসে বেতন নির্ধারণ করা হবে রেলের গ্রুপ ডি পদের জন্য। এখানে নিযুক্ত চাকরিপ্রার্থীরা নুন্যতম ১৮,০০/- টাকা করে বেতন পাবেন। এর সাথে সাথে সরকারি পদে নিযুক্ত হওয়ার জন্য আরও আনেক সুযোগ সুবিধা পাবেন কর্মীরা।

How To Apply Railway Recruitment 2025

চাকরিপ্রার্থীদের অন্ততপক্ষে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে রেলওয়ে গ্রুপ ডি র বিভিন্ন পদে আবেদনের জন্য। এর পাশাপাশি আইটিআই করে থাকলেও আবেদন জানাতে পারবেন। কিন্তু আইটিআই পাশ করাটা বাধ্যতামূলক নয়।

এখানে আবেদন করতে হলে আন্ততপক্ষে ১৮ বছর থেকে সর্বোচ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এবং বিভিন্ন শ্রেণীর জন্যে যেমন SC ও ST দের যথাযথ বয়সের ছার থাকবে। এই ক্যাটাগরির প্রার্থীদের ৪১ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আবার বারাতে চলেছে রাজ্যসরকার! এখন থেকে ২০০০/- টাকা করে পাবেন।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার লিখিত (Railway Recruitment 2025) পরীক্ষা ও পড়ে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের বেছে নিয়োগ করা হবে। এখানে মোট ৯০ মিনিট সময়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

সিলেভাস কি থাকবে

জেনারেল সাইন্স২৫
গনিত২৫
রিজনিং৩০
জেনারেল অ্যাঅয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স২০
টোটাল নম্বার১০০

আবেদন পদ্ধতি (Railway Recruitment 2025)

আবেদন শুরু হচ্ছে ২৩/০১/২০২৫ তারিখ থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন আথবা সরাসরি আবেদন করতে পারেন।

আবেদন মূল্য (Railway Recruitment 2025)

OBC ও সাধারণ পুরুষ প্রার্থীদের ৫০০ টাকা এবং ST/SC/PWD/মহিলা প্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন শেষ করতে হবে ২২/০২/২০২৫ তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Download

Leave a Comment