Work Form Home Jobs: বাড়ি বসে কাজ করুন টেলি কলিং ওয়ার্ক ফর্ম হোম! ২৩,০০০/- টাকা মাসিক বেতন।

By Pinki Biswas

Published On:

Follow Us
Work Form Home Jobs

Work Form Home Jobs: আবারও সুখবর ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য যারা সরকারি চাকরির জন্যে অধীর আগ্রহে বসে আছে। অন্য যেকোনো কাজের পাশাপাশি বিভিন্ন চাকরিপ্রার্থী এবং গৃহবধূদের জন্য বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিল্যান্সিং ওপারের প্রতি মাসে মোটা অংকের টাকা রোজগারের সুযোগ রয়েছে।

এখানে কি কি কাজের সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য? ফ্লিপকার্ট, ডেলিভারি, বাজাজ ফিনসার্ভ, টাটার আরও আনেক কম্পানি, কোটাক আরও আনেক বড়ো বড়ো কম্পানির কর্মী হিসাবে কাজ করার সুযোগ পাচ্ছেন আপনিও। ঘরে বসেই পুরুষ মহিলারা টাইপিং অথবা টেলিকলিং এর মাধ্যমে এখানে রোজগার করতে পারবেন। এখানে কাজ করে প্রতিমাসে ২৫,০০০/- টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

একনজরে (Work Form Home Jobs)

নিয়োগ কারী সংস্থাস্কোয়াডস্ট্যাক টেলিসেলস পার্টনার
কাজের ধরনবাড়ি থেকে কাজ
পদের নামটেলি কলিং
বেতন23,000/- প্রতি মাসে
যোগ্যতা12 তম / স্নাতক
নির্বাচন প্রক্রিয়াঅনলাইন পরীক্ষা
আবেদন প্রক্রিয়াঅনলাইন

পদের নাম

এখানে দুটি পদে চাকরিপ্রার্থীরা (Work Form Home Jobs) আবেদন জানাতে পারবেন ১) টেলিকলার ২) ডেটা এন্ট্রি অপারেটর। টেলিকলিং পরিষেবাটির জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করছে এই সংস্থা।

আবেদন যোগ্যতা

  1. এখানে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন।
  2. এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।
  3. এই কাজটি করার সুযোগ পাবেন লেখাপড়া বা অন্য কাজের পাশাপাশি। যে কোন উপায় অবলম্বন করেই এই অ্যাপের মাধ্যমে রোজগার পার্ট টাইম, ফুলটাইম বা ফ্রিল্যান্সিং করে রোজগার করতে পারবেন।
  4. আপনার নিজের মোবাইল ফোনটা দিয়ে এই সব কাজ করে ফেলতে পারবেন।

বয়স সীমা

এই পদে আবেদন জানাতে পারবেন ন্যূনতম ১৮ বছর থেকে শুরু করে চাকরি প্রার্থীরা। এই পদে আবেদন করতে পারবেন  ছাত্রছাত্রী, হাউসওয়াইফ, রিটায়ার্ড ব্যক্তিরা।

 ইন্সুরেন্স এর পরিমাণ ও মাসিক বেতন

সারাদিনে যতটা পরিমাণ কাজ করবেন তার ওপর নির্ভর করে প্রতিমাসের বেতন নির্ধারিত হবে নিযুক্ত কর্মীদের জন্য। এখানে ভালোভাবে কাজ করলে প্রতি মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগারের সুযোগ রয়েছে। তাছাড়া কোম্পানির পক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ইনসিওরেন্সের সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা।

Read More: এবার চাকরির সুযোগ দামোদর ভ্যালি কর্পোরেশনে! কোন কোন যোগ্যতায় আবেদন থাকছে?

How To Apply Work Form Home Jobs

 অনলাইন মাধ্যমে প্রতিটি চাকরিপ্রার্থীকে আবেদন করতে হবে। কোম্পানি সম্পর্কে সমস্ত বিবরণ জেনে নিতে পারবেন সংস্থার ওয়েবসাইট থেকে। এরপর SquadStack Telesales Partner -এই অ্যাপটি ইন্সটল করে সরাসরি আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউ ও অ্যাসেসমেন্ট টেস্ট এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হবে। ট্রেনিং শেষ হলে যোগ্য চাকরিপ্রার্থীদের নামের একটি তালিকা প্রস্তুত করে তাদেরকে কাজে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official Website Download PDF

Leave a Comment