Hindustan Copper Recruitment 2025: প্রচুর ট্রেডে কর্মী নিয়োগ হিন্দুস্থান কপারে! ২৮,০০০ টাকা করে প্রতিমাসে বেতন।

By Pinki Biswas

Published On:

Follow Us
Hindustan Copper Recruitment 2025

Hindustan Copper Recruitment 2025: ইতিমধ্যে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২৫ সালে চাকরি প্রার্থীদের জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ করে দিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড।  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে সংস্থার পক্ষ থেকে। প্রচুর শূন্যপদ রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য।

নিয়োগ সংক্রান্ত আরও বিবরণ বিশদে জানার জন্য অবশ্যই পড়ে নিতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি। হিন্দুস্তান কপার লিমিটেডের www.hindustancopper.com -এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।

কি কি পদে নিয়োগ থাকছে?

চার্জম্যান, ইলেকট্রিশিয়ান A ও B এবং WED B পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

শূন্যপদ

এখানে মোট ১০৩ টি শূন্যপদ রয়েছে।

Read More: এবার চাকরির সুযোগ দামোদর ভ্যালি কর্পোরেশনে! কোন কোন যোগ্যতায় আবেদন থাকছে?

বেতনসীমা

যেকোনো একটি পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে সংস্থার পক্ষ থেকে প্রতি মাসে ২৪,২৮০ টাকা থেকে সর্বোচ্চ ৭২,১১০ টাকা পর্যন্ত বেতন পাবেন প্রার্থীরা। এই সংস্থায় নিযুক্ত কর্মী হিসাবে একাধিক সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে দুটি আলাদা আলাদা (Hindustan Copper Recruitment 2025) পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে।  মাধ্যমিক পাস যোগ্যতা, ITI সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি, এপ্রেন্টিস সার্টিফিকেট এবং যথাযথ পরিমাণ অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন থেকে ভালোভাবে জেনে নিয়ে তবেই চাকরি প্রার্থীরা নিজের দায়িত্বে আবেদন করবেন।

বয়স সীমা

চাকরিপ্রার্থীরা ০১/০১/২০২৫ তারিখের হিসাব অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রত্যেক পদে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন শুধুমাত্র সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা।

How To Apply Hindustan Copper Recruitment 2025

সংস্থার www.hindustancopper.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইন মাধ্যমেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার সাথে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র গুলি সঠিক পদ্ধতি অবলম্বন করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য হিসাবে ৫০০ টাকা প্রদান করতে হবে। সম্পূর্ণ আবেদনটি ২৭/০১/২০২৫ তারিখ থেকে ২৫/০২/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং তারপর ট্রেড পরীক্ষা ও লেখার দক্ষতা পরীক্ষার উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে। এরপর যোগ্য ব্যক্তিদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করবে সংস্থা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Hindustan Copper Recruitment 2025)

Official WebsiteDownload PDF

Leave a Comment