Railway Group D Vacancy 2025: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে। এই মাসেই সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়টি চাকরির আবেদন গ্রহণ শেষ হতে চলেছে, যার মধ্যে চাকরিটি হলো রেলওয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ।
কয়েকদিন আগেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে দপ্তর। প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসেই শেষ হতে চলেছে এই পদের জন্য আবেদন গ্রহণ।
একনজরে (Railway Group D Vacancy 2025)
নিয়োগ সংস্থা | Railway Recruitment Board or RRB |
মোট শূন্যপদ | 32,438 |
যোগ্যতা | 10 তম পাস বা আইটিআই |
বয়স সীমা | 18 থেকে 36 বছর |
মাসিক বেতন | 18,000/- মাসে |
নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | 22/02/2025 |
পদের নাম
গ্রুপ ডি পদের অন্তর্গত (Railway Group D Vacancy 2025) একাধিক কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে রেলওয়েতে। যেখানে সহকারি, পয়েন্টসম্যান, রেললাইন রক্ষণাবেক্ষণকারী ইত্যাদি একাধিক পদে কর্মী নিয়োগ হবে।
মোট শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
অ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন) | ৭৯৯ |
পয়েন্টসম্যান-বি | ৫০৫৮ |
অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ | ৩০১ |
ট্র্যাক মেইনটেনার গ্রেড-IV | ১৩১৮৭ |
অ্যাসিস্ট্যান্ট (পি-ওয়ে) | ২৫৭ |
অ্যাসিস্ট্যান্ট (সি অ্যান্ড ডব্লিউ) | ২৫৮৭ |
অ্যাসিস্ট্যান্ট (টিআরডি) | ১৩৮১ |
অ্যাসিস্ট্যান্ট (এস অ্যান্ড টি | ২০১২ |
অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ডিজেল) | ৪২০ |
অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিক্যাল) | ৯৫০ |
অ্যাসিস্ট্যান্ট অপারেশনস (ইলেকট্রিক্যাল) | ৭৪৪ |
অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি | ১০৪১ |
অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি (ওয়ার্কশপ) | ৬২৪ |
অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ) (মেক) | ৩০৭৭ |
মোট শূন্যপদ | ৩০,৭৮৮ |
এখানে সারা দেশ জুড়ে মোট ৩২,৪৩৮ জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে এটাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন টেকনিশিয়ান পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত ITI সার্টিফিকেট বা অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকতে হবে চাকরি প্রার্থীদের।
Read More: সালে কোন কোন জিনিসের দাম কমালো সরকার? কি সুবিধা পাবেন মধ্যবিত্তরা?
বয়স সীমা
১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা (Railway Group D Vacancy 2025) এই পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের মধ্যে তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী চাকরি প্রার্থীরা ৪১ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা ৩৯ বছর পর্যন্ত উল্লেখিত পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
বেতনক্রম অনুসারে ন্যূনতম ১৮০০০ টাকা থেকে বেতন শুরু হবে প্রতিটি নিযুক্ত চাকরিপ্রার্থীর। টার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা অবশ্যই থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার ওপর ভিত্তি করে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে সংস্থা।
How To Apply Railway Group D Vacancy 2025
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নেবেন আরও জানার জন্য।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 23 জানুয়ারি 2025 |
আবেদনের শেষ তারিখ | 22 ফেব্রুয়ারি 2025 |
পরীক্ষার তারিখ (CBT) | আগস্ট-সেপ্টেম্বর 2025 (আনুমানিক) |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Download PDF |