Land Aadhar Link 2025: নিজের নামে জমি থাকলে তার সঙ্গে আধার লিংক করাতে হবে! কিভাবে করবেন দেখে নিন।

By Pinki Biswas

Updated On:

Follow Us
 Land Aadhar Link 2025

 Land Aadhar Link 2025: জমি কেনার ক্ষেত্রে আবশ্যিকভাবে জমির সঙ্গে আধার লিংক করিয়ে নিতে হবে যদি নিজের নামে জমি থাকলে। আধার লিঙ্ক এর গুরুত্ব অপরিসীম কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ে। সব ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিংক করানোর যেমন রেশন কার্ড হোক কিংবা গ্যাস সিলিন্ডার। এই বিষয় থেকে বাদ গেল না স্থায়ী জমি গুলিও।

সাধারণত আধার লিংক যে কোন বিষয়ের বৈধতা যাচাই করে। সরকারের পক্ষ থেকে এবারে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে জমির মালিকদের জমির আধার লিঙ্ক না থাকলে সেই জমি বাজেয়াপ্ত করতে পারে সরকার। যদি আপনিও নতুন জমি কেনার পরিকল্পনা করে থাকেন অথবা আপনার নিজের নামে জমির থাকলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

জমির সাথে কেন আধার লিঙ্ক করাতে হবে?

১) জমির দলিলের সঙ্গে আধার কার্ডের বায়োমেট্রিক লিংক ( Land Aadhar Link 2025) সেই জমির বৈধতা এবং স্বত্বাধিকারী পরিচয় দেয়। একটি জমির দলিলে আধার লিঙ্ক না থাকলে সেই জমি কেনা বেচার সময় সমস্যার মুখে পড়তে পারে।

২) কিষান সম্মান নিধি বা অন্যান্য জমি সংক্রান্ত প্রকল্পে আবেদন করার জন্য সবার প্রথমে সেই জমির আধার লিঙ্ক করা আবশ্যক।

৩) জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও আধার লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Read More: চাকরি দিচ্ছে রাজ্য দুয়ারে সরকার ক্যাম্পে! কিভাবে আবেদন করবেন দেখে নিন।

জমির সঙ্গে কারা আধার লিঙ্ক করাতে পারবেন?

১) পূর্বে রেকর্ড করা জমির আধার লিঙ্ক করাতে হবে এবং এর জন্য অফলাইন মাধ্যমটি বেছে নিতে হবে।

২) নতুন জমি কেনার ক্ষেত্রেও সেই জমির আধার লিঙ্ক করিয়ে নিতে হবে।

৩) আপনার নিজের নামে যদি পুরনো জমি থেকে থাকে, তাহলে সেই জমি আধার লিঙ্ক করাতে হবে।

আধার লিঙ্ক নিজের জমির সঙ্গে কীভাবে করাবেন?

অনলাইন এবং অফলাইন উভয় ভাবে ই আধার কার্ডের সঙ্গে জমির লিংক করানো যেতে পারে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী।

অনলাইন আবেদন পদ্ধতি( Land Aadhar Link 2025)

অনলাইনে আবেদন করার জন্য banglarbhumi.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে উপভোক্তাদের অনলাইন মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। ওয়েবসাইটে থাকা “Sign Up” অপশনটি বেছে নিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর নিজের একাউন্টে লগইন করে “Citizen Services” এই অপশনে গিয়ে আধার ভেরিফিকেশন করলেই আবেদনটি গ্রহণ করা হবে।

অফলাইন আবেদন পদ্ধতি ( Land Aadhar Link 2025)

আধার লিঙ্ক করানোর জন্য ভূমি দপ্তরের অফিসে গিয়ে আবেদনপত্র হাতে কলমে পূরণ করে জমা করতে হবে।

Leave a Comment