Freelancing Jobs: বাড়িতে বসে প্রতি মাসেই কাজ করে মোটা অংকের টাকা রোজগার করতে চাইছেন? তাহলে আপনার জন্য আসমা কেরিয়ার্স সেই সুযোগ করে দিচ্ছে। এটি Startup কোম্পানি যেখানে ছাত্র-ছাত্রীদের যথেষ্ট ভালো মানের শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই কোম্পানির পক্ষ থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের বিশিষ্ট পদে নিয়োগ করা হচ্ছে।
যদি বর্তমানে আপনি একটি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য Aasma Careers-এর এই নিয়োগ বিজ্ঞপ্তি টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে? কত টাকা করে মাসিক বেতন পাবেন?দায়িত্বভার কী থাকবে? কীভাবে আবেদন করবেন? সমস্ত তথ্যের বিবরণ থাকবে আজকের প্রতিবেদনে।
Job Overview
Post Name | Career Advisor Role |
Company Name | Aasma Careers |
Job Type | Freelancer (Work From Home) |
Salary | Earn Upto 32k/Month |
Qualification | 12th Pass |
Requirements | Smartphone Good Internet speed |
Application Process | Online |
Job Role
১) Aasma Careers -এ শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে সহায়তা করতে হবে।
২) শিক্ষার্থীদের (Freelancing Jobs)এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে যথাযথ তথ্য প্রদান করতে হবে।
৩) প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর মধ্যে সংযোগ স্থাপন করতে হবে।
৪) শিক্ষার্থীদের কোনরকম সমস্যা হলে তার সমাধানের সমস্ত দায়িত্ব নিতে হবে।
৫) গ্রাহকদের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের বৈশিষ্ট্য বোঝানো হবে নিযুক্ত কর্মীর দায়িত্ব।
Read More: যেকোন প্রকল্পের স্ট্যাটাস চেক করুন, দুয়ারে সরকার ক্যাম্পে! কবে টাকা পাবেন?
Freelancing Jobs Eligibility Criteria
১) এখানে অভিজ্ঞ এবং ফ্রেশার উভয় ব্যক্তি আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারী ব্যক্তির যথেষ্ট ভালো মানের কথা বলার দক্ষতা থাকতে হবে।
২) শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাকরি প্রার্থীদের অন্ততপক্ষে হাই স্কুল (12th Pass), ডিপ্লোমা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩) এখানে অভিজ্ঞ এবং ফ্রেশার উভয় ব্যক্তি আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারী ব্যক্তির যথেষ্ট ভালো মানের কথা বলার দক্ষতা থাকতে হবে।
৪) এখানে অভিজ্ঞ এবং ফ্রেশার উভয় ব্যক্তি আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারী ব্যক্তির যথেষ্ট ভালো মানের কথা বলার দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন
পার্টটাইম কাজের মাধ্যমে এখানে কোনরকম নিশ্চিত বেতন দিচ্ছে না সংস্থা। নিযুক্ত কর্মীর কাজের উপর নির্ভর করে সর্বোচ্চ ৩২ হাজার টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ পাচ্ছে। সংস্থার পক্ষ থেকে একাধিক সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা।
How to Apply Freelancing Jobs
চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ তথ্য বিশদে জেনে নিন। ‘Apply Now’ অপশনে ক্লিক করে অনলাইন মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে জমা করে দিন। যত শীঘ্রই সম্ভব এই পদে আবেদন জানাতে হবে।
Freelancing Jobs Apply Links
Official Notification | Download PDF |