National Science Museum Recruitment: যুবক যুবতীদের জন্য সুখবর। শীঘ্রই জাদুঘরে অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে। পাটনা সহ একাধিক জায়গায় একাধিক পোস্টে নিয়োগ করা হবে। কতগুলি পদে নিয়োগ করা হবে, বয়স সীমা কত, আবেদন ফি কত, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং আবেদন করার শেষ তারিখ কত জানতে হলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
যে যে পদে নিয়োগ করা হবে
১) অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড iii)
২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
৩) জুনিয়র স্টেনোগ্রাফার
৪) টেকনিশিয়ান
মোট শূন্যপদ
৩ টি শূন্যপদ রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য।
টেকনিশিয়ান (National Science Museum Recruitment) পদে ৮ টি শূণ্যপদ রয়েছে- তার মধ্যে কলকাতাতে ৪টি পদ (ফিটিং, মেকানিস্ট, কারপেন্ট্রি, ড্রাফ্ট ম্যান শিপে ১টি করে পদ রয়েছে), শিলিগুড়িতে (ফিটিং পদে) ১টি পুরুলিয়াতে (ফিটিং পদে) ১টি ও বর্ধমানে ২টি (ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালে ১টি করে) পদ রয়েছে।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৩টি পদ রয়েছে, যার মধ্যে কলকাতাতে ২টি এবং পাটনাতে ১টি রয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার এ কলকাতাতে ১টি পদ রয়েছে।
Read More: অনলাইনে ফর্ম ফিলাপ শুরু, গ্রামীন আবাস যোজনা।
শিক্ষাগত যোগ্যতা
১) জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং তার সঙ্গে শর্টহ্যান্ড টাইপিং স্পিডে ৮০ শব্দ প্রতি মিনিট হতে হবে এবং তার সার্টিফিকেট
২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ তিন বছরের ডিপ্লোমা কোর্স পড়তে হবে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে।
৩) টেকনিশিয়ান পদের জন্য এসএসসি অথবা মেট্রিকুলেশন সার্টিফিকেট থাকতে হবে আইটিআই থেকে। এই পদের আবেদন করার জন্য এক বছরের কর্মজীবনের অভিজ্ঞতাও থাকতে হবে।
৪) অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং তার সঙ্গে ইংরেজিতে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা (National Science Museum Recruitment)
টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এ পদের জন্য এবং টেকনিশিয়ান এ পদের জন্য ৩৫ বছর বয়স অবধি আবেদন করা যাবে ১২.৩.২০২৫ তারিখ অনুযায়ী। অফিস অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফারদের জন্য ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন
১) টেকনিশিয়ান (National Science Museum Recruitment) পদে বেসিক পে হবে ১৯৯০০ টাকা। কলকাতাতে ৩৮,৪৮৩ টাকা, পুরুলিয়া এবং বর্ধমানে মাইনে হবে ৩৩৮১৪ টাকা ও শিলিগুড়িতে মাইনে হবে ৩৫৮০৪ টাকা।
২) জুনিয়র স্টেনোগ্রাফার এই পদে বেসিক পে ২৫৫০০ টাকা আর অন্যান্য সমস্ত ভাতা সুযোগ সুবিধা মিলিয়ে প্রতিমাসে বেতন হবে ৫২১৭৩ টাকা।
৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বেসিক পে হবে ২৯২০০ টাকা, এর সঙ্গে আরও অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা যুক্ত করে মাইনে হবে ৫৮৯৪৪ টাকা।
৪) অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বেসিক পে ১৯৯০০ টাকা এবং মাসিক বেতন কলকাতার ক্ষেত্রে হবে ৩৮ ৪৮৩ টাকা, পাটনার ক্ষেত্রে ৩৬৪৯৩ টাকা।
How To Apply National Science Museum Recruitment
সকল পদে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে www.bitm.gov.in/recruitment -এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। সমস্ত ডকুমেন্ট সেল্ফ অ্যাটেস্টেড স্ক্যান কপি করে জেপিইজি/ জেপিজি ফরম্যাটে ২০০ কেবির মধ্যে আপলোড করতে হবে। আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজ কালার ছবি ও সিগনেচার ১০০ কেবির মধ্যে আপলোড করতে হবে। আবেদন চলবে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।
আবেদন ফি
৮৮৫ টাকা আবেদন ফি হল। বিশেষভাবে সক্ষম দের ক্ষেত্রে, এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে এবং নারীদের জন্য আবেদন ফি নেই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Download PDF |