WB GBD Recruitment 2025: ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে প্রচুর পরিমাণ শূন্য পদে গ্রামীণ ডাক সেবক এর ব্রাঞ্চের পোস্টমাস্টার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বিভাগের করবি নিয়োগের আবেদন গ্রহণ। কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ওপর ভিত্তি করে কর্মী নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের সুবিধা অনুসারে পদের নাম, শূন্য পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন এবং নিয়োগ পদ্ধতির সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।যারা এখানে আবেদন করতে চান তারা খুব মনোযোগ সহকারে আবেদনের পূর্বে এই প্রতিবেদনটি পড়বেন।
Post Name: WB GBD Recruitment 2025
- সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)।
- গ্রামীণ ডাক সেবক (GDS)।
- ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)।
মোট শূন্য পদের সংখ্যা
২১৪১৩ জন যোগ্য নির্বাচনের মাধ্যমে প্রার্থীকে সারা ভারতবর্ষের জুড়ে নিয়োগ করা হবে।
Read More: রাজ্যে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! নুন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।
WB GBD Recruitment 2025 Eligibility Criteria
১.এখানকার চাকরি প্রার্থীদের কম্পিউটার সম্পর্কিত জ্ঞান সঙ্গে বাইক চালানো দক্ষতা খুবই জরুরী, এবং স্থানীয় যথাযথ ভাষা জানতে হবে।
২.উল্লাকে তো সমস্ত পদের জন্য ন্যূনতম শিক্ষা মাধ্যমিক ন্যূনতম শিক্ষা মাধ্যমিক পাশ যোগ্যতা ধার্য করা হয়েছে।
৩.এখানে বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত তারছেড়া নিয়োগ হতে পারবে।
৪. এখানে SC/ ST ওটা প্রথম থেকে হয় চাকরি প্রার্থীরা ঊর্ধ্ব বয়স ঊর্ধ্ব বয়সের পাবেন।
মাসিক বেতন
ব্রাঞ্চ পোস্টমাস্টারের পদে প্রার্থীরা নিয়োগের পর বেতন পাবে প্রতিমাসে ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা। সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে এবং গ্রামীণ ডাক সেবক এর পদে কর্মীরা প্রতি মাসে ১০,০০০ /- থাকা থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত বেতন পাবে।
নিয়োগ পদ্ধতি
কোনরকম কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকা অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের উল্লেখিত পদে নিযুক্ত করা হবে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে।
How To Apply Online for WB GBD Recruitment 2025?
এখানে আবেদন জানাতে গেলে অনলাইনের মাধ্যমে indiapostgdsonline.gov.in – এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সমেত আবেদন পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে।
আবেদন শেষ তারিখ
এখানে আবদনের শেষ তারিখ ০৩/০৩/২০২৫ এবং যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে চান তারা অতি শিঘ্রই আবেদন করুন।
Application Fees
এখানে আবেদনের ফি হিসাবে জেনারেল/OBC দের জন্য ১০০ টাকা এবং SC/ST দের জন্য কোনো টাকার প্রয়োজন হবে না।
Important Link For
Official Website | Apply Link |