Sealdeah Railway Recruitment 2025: রেলে কর্মী নিয়োগ ৮৪টি রেল স্টেশনে! এখনই আবেদন করুন।

By Pinki Biswas

Updated On:

Follow Us
Sealdeah Railway Recruitment 2025

Sealdeah Railway Recruitment 2025: ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে আবারো রেল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও রয়েছে দুর্দান্ত সুখবর। কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের পক্ষ থেকে শিয়ালদা ডিভিশনের একাধিক স্টেশনে টিকিট বিক্রেতা হিসেবে ১৮ বছর বয়স থেকে প্রচুর চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।

কাজ করাকালীন খুব ভালো মানের বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। যদি আপনিও এই ভারতীয় রেল বিভাগের একটি চাকরি পেতে চান তাহলে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগের এই সুযোগটি পেয়ে যাবেন।

পদের নাম

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে ATVM (Automatic Ticket Vending Machine) Facilitators পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে ।

মোট শূন্যপদ

ভারতীয় পূর্ব রেল ডিভিশনের পক্ষ থেকে (Sealdeah Railway Recruitment 2025) নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, শিয়ালদা ডিভিশনের মোট ৮৩ স্টেশনে ২৭৪ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

স্টেশনের নাম - শূন্যপদ
আগরপাড়া (এজিপি) - ০৪
আকরা (AKRA) - 04
আড়ংঘাটা (এজি) - ০৪
বাদকুল্লা (BDZ) - 01
বগুলা (বিজিএল) - ০৪
বাহারু (BARU) - 04
বালি ঘাট (BLYG) - 04
বালিগঞ্জ জং. (BLN) - 08
বারাসাত জং. (বিটি) - 01
ব্যারাকপুর (BP)- 09
বশিরহাট (BSHT)- 01
বেলঘোরিয়া (বিএলএইচ)- ০৫
বিনয় বাদল দীনেশ ব্যাগ (বিবিডিবি)- ০৪
ভাসিলা (BSLA) -03
বিধাননগর রোড (BNXR) -05
বিদ্যাধরপুর (BDYP)- 02
বিরা (বিরা)- 03
বিরাটি (বিবিটি) -01
বীরনগর (বিআইজে)- ০৪
বিষারপাড়া কোদালিয়া (বিআরপিকে) -০৩
বনগাঁ জং। (BLN)- 03
ক্যানিং (CG)- 03
চাকদহ (CDH) -05
চম্পাহাটি (সিএইচটি) -০৪
চাঁদপাড়া (সিডিপি) -০৩
দক্ষিণেশ্বর (DAKE) -04
দেউলা (D)- 01
ঢাকুরিয়া (ডিএইচকে)- ০৪
ধামুয়া (DMU)- 03
ডায়মন্ড হারবার (DH) -03
দমদম জং. (DDJ) -06
দুর্গানগর (DGNR) -04
দত্তপুকুর (DTK)- 03
গাংনাপুর (GGP)- 03
গড়িয়া (GIA)-01
ঘুটিয়ারী শরীফ (GOF)- 02
ঘুটিয়ারী শরীফ (GOF) -02
গোবরডাঙ্গা (GBG) -০১
গোচরণ (GCN) -02
গোপাল নগর (জিএন) -০৪
গুমা (GUMA)- 04
হাবরা (HВ)- 02
হালিশহর (HLR)-04
হারুয়া রোড (HRO)-02
হোতার (এইচটি)।-02
হৃদয়পুর (HHR) -03
ইছাপুর (আইপি)- 03

যাদবপুর (জেডিপি) -০৭

জগদ্দল (JGDL)- 02

জয়নগর মজিলপুর (জেএনএম) -০৩

K. Budge Budge (KBGB) -05

কালিকাপুর (KLKR) -04

কল্যাণী জং. (KYI)- 06

কল্যাণপুর (কেওয়াইপি) -02

খরদহ (KDH) -04

কলকাতা টার্মিনাল (KOAA)- 02

মছলন্দপুর (এমএসএল) -01

মদনপুর (MPJ)- 04

মধ্যমগ্রাম (এমএমজি)- 02

মগরাহাট (MGT)- 04

মাঝেরহাট (MJT) -03

মাজদিয়া (MIJ)- 04

মাঝেরগ্রাম (MAJ) -03

মল্লিকপুর (MAK)- 03

মুর্শিদাবাদ জং (MBB) -01

নামখানা (NMKA) -02

নাঙ্গি (এনএআই)- ০৩

নিউ আলিপুর (NACC)- 04

নিউ ব্যারাকপুর (NBE) -04

নিউ গড়িয়া (এনজিআরআই)- 03

পাল্টা (PTF)- 04

পার্ক সার্কাস (PQS) -02

পায়রাডাঙ্গা (PDX) -04

ফুলিয়া (FLU) -01

পিয়ালি (PLF)- 04

সংগ্রামপুর (SNU) -04

শাসান রোড (SSRD) -02

শ্যামনগর (SNR) -02

সিমুরালি (SMX)- 04

সোদেপুর (সেপ) -০৬

তালদি (TLX)- 03

ঠাকুর নগর (TKNR)- 02

টিটাগড় (TGH)- 04

টালিগঞ্জ (TLG)- 03

মোট শূন্যপদ- 274

বেতন সীমা

 নিযুক্ত কর্মীরা মোট টিকিট বিক্রির পরিমাণ এর উপর নির্ভর করে ৩ শতাংশ হারে বেতন লাভ করতে পারবেন। শিয়ালদা ডিভিশনের ব্যস্ত স্টেশন গুলিতে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ থাকছে (Sealdeah Railway Recruitment 2025)চাকরিপ্রার্থীদের কাছে।

Read more: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ! কোন রকম কোন পরীক্ষা ছাড়া, ৪৫৭টি শূন্যপদ।

How To Apply For Sealdeah Railway Recruitment 2025

 ইচ্ছুক চাকরি প্রার্থীরা er.indianrailways.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত তথ্য বিশদে জেনে নিতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন করার ঠিকানা

Office of Sr. Divisional Commercial Manager, Eastern Railway, Sealdah, DRM Building, Room No.-44, 16 Kaiser Street, Kolkata-700014

সিকিউরিটি ডিপোজিট(Sealdeah Railway Recruitment 2025)

এই পদে চুক্তিভিত্তিক ভাবে কর্মীদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে কর্মীর কাজের দক্ষতার উপর ভিত্তি করে সময় বাড়াতে পারে পূর্ব রেলওয়ে। এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ২৫,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত সিকিউরিটি মূল্য দিতে হতে পারে কর্মীদের।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে১৪ই ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শুরুর তারিখ১৪ই ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ তারিখ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteClick Hear
Official Notice Download PDF
Apply FromDownload Now

Leave a Comment