Blinkit Warhouse Recruitment 2025: ওয়্যারহাউসে কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাশে! ২৫,০০০/- মাইনে প্রতিমাসে।

By Pinki Biswas

Updated On:

Follow Us
Blinkit Warhouse Recruitment 2025

 Blinkit Warhouse Recruitment 2025: বাড়িতে বসে কাজের সুযোগ এবার চাকরিপ্রার্থীদের কাছে। বিখ্যাত গ্রসারি ডেলিভারি কোম্পানি Blinkit এর পক্ষ থেকে এবার ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীদের একাধিক কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। আজকে বাড়িতে বসে বা নিজের নিকটবর্তী এলাকায় গিয়ে দুর্দান্ত এক কাজের সুযোগ নিয়ে আলোচনা করা হচ্ছে।

চাকরিপ্রার্থীরা সামান্য কিছু কাজের বিনিময় প্রতিমাসে ২৫ হাজার টাকা রোজগার করতে পারবেন। চাকরি প্রার্থীরা অবশ্যই এই প্রতিবেদন থেকে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য বিশদে জেনে যত শীঘ্র সম্ভব আবেদন সেরে ফেলুন।

পদের নাম

ভারতবর্ষের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ জনপ্রিয় হয়েছে Blinki এই সংস্থাটি। এই ( Blinkit Warhouse Recruitment 2025) কোম্পানির পক্ষ থেকে ওয়ার হাউস পার্টনার পদে বিভিন্ন এলাকায় কর্মী নিয়োগ চলছে।

শিক্ষাগত যোগ্যতা

  1. চাকরি প্রার্থীদের ইংরেজি ভাষা পড়ার এবং বোঝার দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি ইংরেজিতে লেখার দক্ষতারও প্রয়োজন হতে পারে।
  2. এখানে নারী পুরুষ দুজনেই আবেদন করতে পারবেন।
  3. এখানে মূলত প্যাকেজিং এবং সমস্ত জিনিসপত্র একত্রিত করে রাখার কাজ করতে হবে নিযুক্ত কর্মীদের, তাই এই বিষয়ে দক্ষ প্রার্থীদের নিয়োগের ট্রেনিং দেওয়া হবে।
  4. আবেদনের ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে কমকরে মাধ্যমিক পাস করে থাকলেই এই পদে আবেদন করতে পারবে।

বয়স সীমা( Blinkit Warhouse Recruitment 2025)

নিম্ন্তম ১৮ বছর থেকে এখানে আবেদন করতে পারবেন চাকরিপার্থীরা।

Read More: ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে কি কি ফর্ম ফিলাপ চলছে? এই মাসে ১০ টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।

মাসিক বেতন

এই কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিমাসে নিযুক্ত কর্মীরা ২৫ হাজার টাকা বেতন পেতে পারেন। মাস শেষে কর্মীদের বেতনের টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিয়েদেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

সাধারণ কিছু ইন্টারভিউ পদ্ধতি এবং কাজ সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য পার্থীদের কাজে নিযুক্ত করা হবে। এই নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে কর্মীর কাজের দক্ষতা অনুসারে মাসিক বেতনের পরিমাণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

How To Apply For Blinkit Warhouse Recruitment 2025

আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের Blinkit এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ বিকল্পটি বেছে নিতে হবে। সেখানে থাকা ওয়ার হাউস পার্টনার নিয়োগের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পূরণ করে জমা করে দিতে হবে।

প্রয়োজনীয় নথি

১) ঠিকানার প্রমাণপত্র।
২) আবেদনকারীর আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) বায়োডাটা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Apply LinksClick Here

Leave a Comment