SBI Recruitment 2025: সরকারি চাকরি কে না চাই? আবার সেটা যদি হই ব্যাংকের চাকরি, স্টেট ব্যাংকে ১১৯৪ শূন্যপদে চাকরি এখুনি আবেদন করুন।

By Pinki Biswas

Published On:

Follow Us
SBI Recruitment 2025

SBI Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য ১১৯৪ টি শূন্য পদে চাকরির সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পদে কর্মী নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। এই পদে নিযুক্ত কর্মীরা মোটা মানের বেতনের পাশাপাশি প্রচুর সরাকারি সুযোগ-সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন, এমন প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদটি খুব ভালো করে পরার অনুরদ রইলো।

পদের নাম

SBi এর পক্ষ থেকে কনকারেন্ট অডিটর পদে প্রচুর পরিমাণ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।


মোট শূন্যপদ (SBI Recruitment 2025)

কলকাতা থেকে৬৩ জন
 মুম্বাই সার্কেল থেকে১৬ জন
দিল্লি সার্কেল থেকে৬৮ জন
 লখনৌ সার্কেল থেকে৯৯ জন সহ একাধিক চাকরিপ্রার্থীকে নিয়োগ করবে সংস্থা।
মোট শূন্য পদের সংখ্যা১১৯৪ টি


শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য কোন রকম কোন যোগ্যতা উল্লেখ করা হইনি।জানা যাচ্ছে যে এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ বেক্তিদের বাচ্ছাই করে নিয়োগ করবে সংস্থা। যে সমস্ত বেক্তিরা ইতিমধ্যেই ক্রেডিট, অডিট, ফরেক্স ইত্যাদি বিভাগে কাজ করে বর্তমানে অবসর গ্রহণ করেছেন, শুধুমাত্র তারাই এখানে অংশগ্রহন করার সুযোগ পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। এই বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।


গুরুত্বপূর্ণ তারিখ

১৮/০২/২০২৫ তারিখ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে (SBI Recruitment 2025) এই বিশেষ পদে কর্মী নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

Read More:  নিজের মোবাইল দিয়ে বাড়ি বসে কাজ করার সুযোগ দিচ্ছে জিও! ১৫,০০০ টাকা প্রতিমাসে বেতন।


মাসিক বেতন

 MMGS-III গ্রেডের কর্মীরা ৪৫,০০০/- টাকা
SMGS-IV গ্রেডের কর্মীরাপ্রতিমাসে ৫০,০০০/- টাকা
 SMGS-V গ্রেডের কর্মীরা ৬৫,০০০/- টাকা
TEGS-VI গ্রেডের সকল কর্মীরাপ্রতিমাসে ৮০,০০০/- টাকা বেতন পাবেন।


বয়স সীমা

এখানে (SBI Recruitment 2025) আবেদনের জন্য ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে।


নিয়োগ পদ্ধতি

প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে । এরপর সমস্ত প্রার্থীদের মধ্যে থেকে ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করে নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।


How To Apply For SBI Recruitment 2025

এই পদে আবেদনের জন্য প্রার্থীরা আবেদনের পূর্বে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য ভালোভাবে পড়ে তবে আবেদন করবেন।  নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের যোগ্য হলে ইচ্ছুক চাকরি প্রার্থীরা www.sbi.co.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ বিকল্পটি বেছে নিতে হবে। চাকরিপ্রার্থীরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করার আবেদন পত্র পাবেন সেখান থেকে। তারপর রেজিস্ট্রেশন এবং আবেদনপত্র পূরণ করে আবশ্যিকভাবে ১৫ই মার্চ, ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।


আবেদন মূল্য

এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে।

গুরুত্বপূর্ণ নথি

১) বয়সের প্রমাণপত্র
২) পেনশন পেমেন্ট এর বিবরণ
৩) চাকরি প্রার্থীর অভিজ্ঞতার প্রমাণপত্র
৪) আধার কার্ড
৫) পাসপোর্ট সাইজ ছবি


গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official Website Download PDF

Leave a Comment