BHEL Apprentice Recruitment 2025: আবার কর্মী নিয়োগের সুযোগ কেন্দ্রীয় সরকারের অন্তর্গত দপ্তরে। বেকারত্ব বৃদ্ধির যথেষ্ট চাপ রয়েছে দেশের অর্থনীতির ওপর। যে কারনে সরকারের একাধিক দপ্তরের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের বিভিন্ন কর্মে দক্ষ করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে BHEL (Bharat Heavy Electricals Limited) সংস্থায় হিউম্যান রিসোর্স বিভাগ থেকে Apprentice পদে নিয়োগের জন্য।
এখানে আবেদনের ইচ্ছুক প্রার্থীরা একেবারেই নিম্ন যোগ্যটাই আবেদন করতে পারবেন। নিজেদের কর্মদক্ষতা গড়ে তোলার জন্য এটি একটি বিশাল ভালো সুযোগ। আর কিছুদিনের মধ্যেই এই পদের আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে। তাই চাকরিপ্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে সম্পূর্ণ বিবরণ জেনে নিয়ে যত শীঘ্র সম্ভব আবেদনটি করে ফেলুন।
একনজরে
নিয়োগ কারী সংস্থা | BHEL (Bharat Heavy Electricals Limited) |
পদের নাম | শিক্ষানবিশ |
শিক্ষাগত যোগ্যতা | 12 তম পাস এবং আইটিআই |
মোট শূন্যপদ | 430 টি |
বয়স সীমা | 18 থেকে 27 বছর |
মাসিক উপবৃত্তি | 7,700/- থেকে 8,050 টাকা |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | 19 ফেব্রুয়ারি 2025 |
শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
ফিটার | 180 টি। |
ওয়েল্ডার | 120 টি। |
ইলেকট্রিশিয়ান | ৪০ টি। |
টার্নার | ২০ টি। |
যন্ত্রবিদ | ৩০টি। |
ইন্সট্রুমেন্ট মেকানিক | ১০ টি। |
মোটর মেকানিক | ১০ টি। |
মেকানিক R & AC | ০৭ টি। |
কোপা | ১৩ টি। |
মোট শূন্যপদ | ৪৩০ টি। |
মাসে কত টাকা স্টাইপেন্ড পাবেন?
ট্রেনিং চলাকালীন সময়কালের মধ্যে ৭৭০০/- টাকা থেকে ৮০৫০/- টাকার মধ্যে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে (BHEL Apprentice Recruitment 2025) নিযুক্ত প্রার্থীদের। ট্রেড অনুযায়ী স্টাইপেন্ডের পরিমান নীচে দেখানো হল।
পদের নাম | প্রতিমাসে উপবৃত্তি (একত্রীকৃত) |
ফিটার | 8050/- টাকা |
ওয়েল্ডার | 7700/- টাকা |
ইলেকট্রিশিয়ান | 8050/- টাকা |
টার্নার | 8050/- টাকা |
মেশিনিস্ট | 8050/- টাকা |
ইন্সট্রুমেন্ট মেকানিক | 8050/- টাকা |
মোটর মেকানিক | 8050/- টাকা |
মেকানিক আর এন্ড এসি | 8050/- টাকা |
কোপা | 7700/- টাকা |
প্রশিক্ষণ কত দিনের?
এখানে প্রত্যেকটি ট্রেডেই ০১ বছরের ট্রেনিং করানো হবে।
Read More: কর্মী নিয়োগ হবে ইয়ং প্রফেশনাল পদে! ৩২ বছর পর্যন্ত এখানে কর্মীরা আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক এবং তার সাথে আইটিআই পাস করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা (BHEL Apprentice Recruitment 2025)
সর্বনিম্ন ১৮ বছর থেকে ২৭ বছর বয়সী চাকরি প্রার্থীরা প্রশিক্ষণের জন্য এই পদে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব অবশই ০১/০২/২০২৫ তারিখ অনুসারে হিসাব করতে হবে।
How To Apply For BHEL Apprentice Recruitment 2025
- প্রথমে, এপ্রেন্টিস পোর্টালে apprenticeshipindia.gov.in গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহী প্রার্থীদের।
- তারপরে, BHEL-সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট trichy.bhel.com গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। সাথে শিক্ষাগত যোগ্যতা এবং পরিচয় পত্র হিসেবে এক প্রয়োজনীয় নথিপত্র গুলি অবশ্যই আপলোড করে দেবেন।
- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভারতের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন।
নিয়োগ পদ্ধতি
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে যে BHEL Apprentice Recruitment 2025 এই সংস্থার অ্যাপ্রেন্টিস পদের জন্য জমা পড়া আবেদন পত্র অনুসারে যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। এই সংস্থার অ্যাপ্রেন্টিস পদের জন্য জমা পড়া আবেদন পত্র অনুসারে যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে।
গুরুত্বপুর্ন লিঙ্ক
Registration | Register Now |
Official Website | download PDF |