Eshram Card Apply: বাড়ি বসে পাবেন মাসে ৩০০০ টাকা ই শ্রম কার্ড থাকলে! কীভাবে আবেদন করবেন?

By Pinki Biswas

Updated On:

Follow Us
Eshram Card Apply

Eshram Card Apply: একাধিক নির্মাণ কার্য এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও ভারতবর্ষের শ্রমিকদের সমাজে এবং অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছে। এই কারনে সমস্ত পরিবারগুলিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শ্রমিক পরিবারকে একটি বৃহৎ প্রকল্পের অন্তর্গত করে ই-শ্রমকার্ড প্রদান করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে, ই-শ্রমকার্ড যাদের থাকবে এবার থেকে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা পাবেন। দুর্দান্ত এই প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

এই প্রকল্পের উদ্দেশ্য

শ্রমিকদের প্রতিদিন কষ্টের মাধ্যমে রোজগার করতে হয়। এই সমস্ত শ্রমিকেরা একদিন কাজ না হলে কোনরকম টাকা পান না। তার পাশাপাশি সারা বছর এদের কাছে কাজের সুযোগও থাকে না। এই ধরনের পরিবারগুলিকে আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার।

প্রকল্পের সুযোগ-সুবিধা

১) সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে শ্রমিকদের সুরক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে।

২) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিমাসে ১০০০ টাকা দেওয়া হয় ই-শ্রমকার্ড প্রকল্পের মাধ্যমে (Eshram Card Apply)।

৩) এই কার্ডধারী ব্যক্তির ৬০ বছর পূর্ণ হলে বার্ধক্য জীবন যাপনের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা সাহায্য করা হয়।

৪) এছাড়াও একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন অস্থায়ী শ্রমিকেরা।

৫) ই-শ্রমকার্ড থাকলে উপভোক্তা পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের অনুদান পেয়ে থাকে।

Read more: শিক্ষক নিয়োগ কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয়ে, চাকরির সুযোগ সরাসরি ইন্টারভিউ দিয়ে।

আবেদনের যোগ্যতা কি লাগবে?

১) আবেদনে ইচ্ছুক শ্রমিক যদি আয় কর প্রদান করেন, তাহলে তিনি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।

২)  ESIC বা EPFO র অন্তর্ভুক্ত শ্রমিকেরা (Eshram Card Apply) এই প্রকল্পে আবেদন জানানোর যোগ্য নন।

৩) অসংগঠিত শ্রমিক হিসাবে কর্মরত মানুষেরাই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

৪) আবেদনকারী প্রার্থীকে অবশই ১৮ বছর বয়স হতে হবে।

How To Apply Eshram Card Apply

কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়ে প্রয়োজনীয় নথিপত্র গুলি জমা করলেই ই-শ্রমকার্ড দেওয়া হয় যোগ্য হবে।

গুরুত্বপূর্ণ লঙ্ক

Official WebsiteDownload PDF

Leave a Comment