Group D Recruitment 2025: গ্রুপ-ডি ও ক্লার্ক নিয়োগ কলকাতা সিটি সিভিল কোর্টে! ২২৭০০ টাকা করে বেতন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

By Pinki Biswas

Published On:

Follow Us
Group D Recruitment 2025

Group D Recruitment 2025: বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কলকাতা সিভিল কোর্টে প্রচুর নিয়োগ গ্রুপ-সি পদে। চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই। কলকাতা সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৭/০১/২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন তথ্য উল্লেখ করা হবে। আজকের প্রতিবেদন থাকছে বেতন সীমা, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতিসহ একাধিক প্রয়োজনীয় তথ্য।

কি কি পদে নিয়োগ থাকছে?

  1. ২ টি সামন বেইলিফ (গ্রুপ- ডি)।
  2. ১২ টি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA)।

শিক্ষাগত যোগ্যতা

চাকরিপ্রার্থীকে (Group D Recruitment 2025) শুধুমাত্র যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে সামন বেইলিফ পদে আবেদন করার জন্য। এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের অন্তর্গত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের সার্টিফিকেট ও টাইপিং দক্ষ হতে হবে।

Read More: L.L.B পাশে চাকরি! চাকরির সুযোগ রয়েছে, প্রভিডেন্ট ফান্ড দপ্তরে, ৬৫ হাজার টাকা করে মাসিক বেতনে।

মাসিক বেতন

এখানে ২১,০০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। কোন পদে কত টাকা করে বেতন পাবেন তা আফিশিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে দেয়া আছে। আবেদনের আগে চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তি পড়ে তবে আবেদন করবেন।

বয়স সীমা

আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে কম করে  ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ০১/০১/২০২৫ তারিখ অনুসারে বয়স হিসাব করতে হবে। OBC/SC চাকরি প্রার্থীরা ৪৩ বছর পর্যন্ত এবং ST/PWD চাকরি প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের প্রথমে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা এবং তারপর ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।  বেইলিফ পদে শুধুমাত্র অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

How To Apply Group D Recruitment 2025

https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা কলকাতা উচ্চ আদালতের https://www.calcuttahighcourt.gov.in/ -এই ওয়েবসাইট থেকে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এরপর পত্র পূরণ করে জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে।  ১৬/০২/২০২৫ তারিখের মধ্যে ৬০০ টাকা আবেদন মূল্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র পূরণ করে জমা করার পর আবেদন মূল্য না দিলে সেই আবেদন গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় নথি

  1. পাসপোর্ট সাইজ ছবি রঙিন।  
  2. আধার কার্ড।
  3. বয়সের প্রমানপত্র।
  4. ঠীকানার প্রমানপত্র।
  5. জাতিগত সার্টিফিকেট।

Important link Group D Recruitment 2025

Official WebsiteDownload PDF

Leave a Comment