Indian Navy Recruitment 2025: এই বছরের বেকার চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর। ইন্ডিয়ান নেভি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বার করেছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে মোট ৯টি পদে যোগ্যতা অনুসারে প্রার্থীদের নিয়োগ করবে সংস্থা। এই সকল পদে আবেদন করতে পারবেন বি এসসি, বি.কম থেকে শুরু করে বিটেক বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। কোন কোন পদে নিয়োগ করবে ও আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ, নিয়োগ পদ্ধতি ইত্যাদি জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম
এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফিসার পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
এখানে মোট ৬০টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে ১০টি শূন্য পদ রয়েছে GS (X) ও ২টি শূন্য পদ রয়েছে মহিলা হাইড্রো (Hydro) র জন্য।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়ে বিই অথবা বিটেক পাশ হতে হবে।
Read More: ১৫ হাজার টাকা স্টাইপেন্ড সহ নিয়োগ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে, কি যোগ্যটাই আবেদন করতে পারবেন?
পদের নাম
নৌ বিমান অভিযান অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার,পাইলট।
শূন্যপদের সংখ্যা
এই পাইলট পদে মোট ২৬টি শূন্যপদ রয়েছে। এই পদে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এই শূন্যপদের মধ্যে ৫টি শূন্য পদ মহিলাদের জন্য আছে। এখানে নৌ বিমান অভিযান অফিসার পদে মোট ২২টি শূন্যপদ রয়েছে। পদের জন্য নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন, এখানেও ৫টি শূন্য পদ মহিলাদের জন্য থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে ১৮ টি শূন্য পদ থাকছে। এই পদে নারী ও পুরুষ সকলেই আবেদন করতে পারবেন।
পদের নাম
লজিস্টিকস অফিসার।
শূন্যপদ সংখ্যা
এখানে (Indian Navy Recruitment 2025) আবেদন করবার জন্য বিই অথবা বিটেক এ ফার্স্ট ক্লাস অথবা এমবিএ তে ফার্স্ট ক্লাস অথবা বি এস সি, বি কম , পি জি, এম সি এ, এম এস সি তে ফার্স্ট ক্লাস পাশ হতে হবে।
পদের নাম
এডুকেশন অফিসার।
শূন্য পদের সংখ্যা
এখানে শূন্যপদ থাকছে ২৮টি। তার মধ্যে নারীদের জন্য ৬টি পদ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করবার জন্য বি এ অথবা বিটেক এ ফার্স্ট ক্লাস অথবা এমবিএ তে ফার্স্ট ক্লাস অথবা বি এস সি, বি কম , পি জি, এম সি এ, এম এস সি তে ফার্স্ট ক্লাস পাশ করে থাকতে হবে।
পদের নাম
এডুকেশন অফিসার।
শূন্যপদের সংখ্যা
মোট শূন্য পদ থাকবে ৭+৮= ১৫টি। যারা এমএসসি বা বিএসসি পাশ হবে তাদের জন্য ৭টি পদ বরাদ্দ আর যারা বি ই, বিটেক পাশ হবে তাদের জন্য ৮ টি পদ বরাদ্দ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করবার জন্য বি এস সি অথবা এম এস সি তে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা বিটেক/ এম টেক/ বি ই তে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
পদের নাম
ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফিসার।
শূন্যপদের সংখ্যা (Indian Navy Recruitment 2025)
মোট শূন্য পদ থাকবে ৩৮টি। যার মধ্যে নারীদের জন্য ৮ টি পদ বরাদ্দ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করবার জন্য বি ই বা বিটেক-এ ৬০ শতাংশ নম্বর পেতে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর মত বিষয়গুলিতে পড়াশোনা থাকতে হবে।
পদের নাম
ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ অফিসার।
শূন্যপদের সংখ্যা
মোট শূন্য পদ থাকবে ৪৫টি। নারী ও পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবে। নারীদের জন্য ৯ টি পদ বরাদ্দ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা (Indian Navy Recruitment 2025)
আবেদন() করবার জন্য বি ই বা বিটেক-এ ৬০ শতাংশ নম্বর পেতে হবে।টেলি কমিউনিকেশন, পাওয়ার ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে পড়াশোনা থাকতে হবে।
পদের নাম
নৌবাহিনী কনস্ট্রাক্টর অফিসার।
শূন্যপদের সংখ্যা
মোট শূন্যপদ থাকবে ১৮টি। নারী ও পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন (Indian Navy Recruitment 2025) করবার জন্য বি ই বা বিটেক-এ ৬০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারী প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেকচার, শিপ ডিজাইন ইত্যাদি বিষয়ে পড়াশোনা থাকতে হবে।
বেতনক্রমঃ(Indian Navy Recruitment 2025)
প্রতিটি পদের ক্ষেত্রে মাসিক বেতন ১,১০,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের ওপর একটি শর্টলিস্ট তৈরি করা হবে এবং তারপর তাদের ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্ট হবে, তারপর একটি মেরিট লিস্ট বের করা হবে। আবেদনকারী প্রার্থীদের ট্রেনিং নিতে হবে।
How To Apply Indian Navy Recruitment 2025
এই পদে অনলাইনে আবেদন করতে হবে। ৮ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। মনে রাখা প্রয়োজন যে একজন আবেদনকারী কোনও একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। www.joinindiannavy.gov.in-ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে গিয়ে রেজিস্টার করতে হবে এবং একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে এবং ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডিটেলস প্রোভাইড করতে হবে। অনলাইনে এপ্লিকেশনটি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে।
আবেদন শেষ তারিখ
সকল পদে আবেদন করবার জন্য শেষ তারিখ হল ২৬শে ফেব্রুয়ারি ২০২৫।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Download |