Jio Customer Associate Recruitment: রাজ্যের মহিলা্দসা জন্য বিশাল সুখবর নিয়ে আসলো মুকেশ আম্বানির কোম্পানির রিলায়েন্স জিও! রাজ্যের সমস্ত মহিলারা নিজের ঘরের ভেতরে বিভিন্ন সাংসারিক কাজ করার পাশাপাশি প্রচুর পরিমাণে রোজগার করে নিতে পারবেন।
সম্প্রতি রিলায়েন্স জিও কোম্পানির পক্ষ থেকে প্রচুর পরিমাণে মহিলাদের নিজের বাড়িতে বসে নিজের সময় মত কাজ করে প্রতিমাসে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই এই প্রতিবেদন থেকে সম্পূর্ণ বিবরণ জেনে নিয়ে আবেদন করুন।
পদের নাম
Jio Customer Associate (JCA) এই পদে কর্মী নিয়োগ চলছে।
Job Role: Jio Customer Associate Recruitment
- এখানে কাজ করার জন্য কোনরকম ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে না প্রার্থীদের। শুধুমাত্র নিজের মোবাইল ফোনের সাহায্যেই কল করে তথ্য প্রদান করতে পারবেন নিযুক্ত কর্মীরা।
- অনেক সময়ই রিলায়েন্স জিও কোম্পানির একাধিক গ্রাহক নিজেদের মোবাইলের সিমে রিচার্জ করতে ভুলে যান, এই বিষয়ে গ্রাহকদের বিভিন্ন সতর্কবার্তা এবং মোবাইলের রিচার্জ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো কাজ করতে হবে নিযুক্ত কর্মীদের।
- মূলত নিজের বাড়িতে বসে নিজের সময় মত ১ ঘন্টা থেকে ৮ ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদনের জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে নিম্নতম মাধ্যমিক পাশ করেছে, এমন চাকরি প্রার্থীরা (Jio Customer Associate Recruitment) এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্থানীয় ভাষায় প্রচুর পরিমাণে দক্ষ থাকতে হবে।
বয়স সীমা
পার্থীরা এখানে ১৮ বছর থেকে যেকোনো বয়সে এই পদে আবেদন করতে পারবেন। বয়সের কোনো লিমিট নেই।
Read More: ওয়্যারহাউসে কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাশে! ২৫,০০০/- মাইনে প্রতিমাসে।
বেতন সীমা
এখানে (Jio Customer Associate Recruitment)যত ঘণ্টা আপনি কাজ করতে পারবেন, তার উপরেই নির্ভর করবে আপনার বেতন কত হবে।
এক ঘন্টা কাজ করলে | মাসে ৩৫০০/- টাকা |
২ ঘন্টা কাজ করলে | ৭০০০/- টাকা |
৩ ঘন্টা কাজ করলে | ১০,০০০/- টাকা |
৮ ঘন্টা কাজ করলে | ২৮,০০০/- টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। |
How To Apply For Jio Customer Associate Recruitment
রিলায়েন্স জিও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীদের ‘Career’ অপশনটি বাছাই করে নিতে হবে। জুনিয়র কাস্টমার অ্যাসোসিয়েট‘ পদে আবেদনের লিংক থেকে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে চাকরি প্রার্থীরা। তাছাড়া জিও কোম্পানির সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারেন।
নিয়োগ পদ্ধতি
কর্মীদের সহজ একটি অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। এরপরে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র হিসেবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমানপত্র হিসেবে আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট, আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স।
এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হলে, কাজের ট্রেনিং দেওয়া শুরু হবে। কাজে জয়েন করার পর তুমি কি কাজ করবে? কিভাবে কাজ করবে? সমস্ত কিছু ট্রেনিং কোম্পানি দিয়ে তারপর নিয়োগ করা হবে। ট্রেনিং হবে অনলাইনে, তুমি বাড়ি বসেই ট্রেনিং নিতে পারবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Form Fillup | Apply Now |