MDNL Recruitment 2025: বিনামুল্যে প্রশিক্ষন ও চাকরি মিশ্র ধাতু নিগমে! সাথে ৭,০০০/- টাকা স্টাইপেন্ড।

By Pinki Biswas

Updated On:

Follow Us
MDNL Recruitment 2025

MDNL Recruitment 2025: কর্মজীবনের দক্ষতা এবং অভিজ্ঞতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ গুলির মধ্যে অন্যতম হলো অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করার সাথে মূল্যবান সার্টিফিকেট পেয়ে থাকেন। তার পাশাপাশি পাওয়া যায় প্রতিমাসের জন্য স্টাইপেন্ড।

মিশ্র ধাতু নিগম লিমিটেড চাকরিপ্রার্থীদের কাছে এক দুর্দান্ত প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই শিক্ষানবিশ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হতে চলেছে আবেদন। চাকরিপ্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদে আবেদন করে ফেলতে হবে।

একনজরে (MDNL Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাMISHRA DHATU NIGAM LIMITED
Total Vacancy120
Post NameApprentice
Monthly StipendRs. 7,000/-
Qualification10th Pass
Official Websiteapprenticeshipindia.org
Application ProcessOnline
Date & Mela Center10.02.2025

পদের নাম

শিক্ষানবির শেষ হওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে সংস্থা। মেকানিক, ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার, ফটোগ্রাফার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Read More: প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে মোদী ই শ্রম কার্ড থাকলে! কীভাবে পাবেন?

মাসিক স্টাইপেন্ড

সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৭০০০ টাকা বৃত্তি পাবেন নিযুক্ত কর্মীরা। প্রতি মাসে প্রশিক্ষণ চলাকালীন । এই বৃত্তি দেওয়া হবে নিযুক্ত কর্মীদের পাশাপাশি প্রশিক্ষণ শেষে মূল্যবান সার্টিফিকেট প্রদান করবে এই সংস্থা।

post namevacancy
Machinist14 (UR-5,EWS-2,OBC-4,SC-2,ST-1)
Turner15 (UR-7,EWS-1,OBC-4,SC-2,ST-1)
Electrician09 (EWS-3,OBC-4,SC-2)
Fitter33 (UR-8,EWS-4,OBC-12,SC-6,ST-3)
Diesel Mechanic02 (SC-1,ST-1)
R&AC02 (UR-1,OBC-1)
Welder15 (UR-6,EWS-2,OBC-4,SC-2,ST-1)
COPA09 (UR-2,EWS-1,OBC-3,SC-2,ST-1)
Photographer01 (UR-1)
Plumber02 (UR-1,OBC-1)
Instrument Mechanic01 (SC-1)
Chemical Laboratory Assistant06 (UR-3,EWS-1,OBC-1,SC-1)
Draughtsman (Civil)01 (OBC-1)
Carpenter03 (UR-1,EWS-1,OBC-1)
Foundrymen02 (UR-1,SC-1)
Furnace Operator (Steel Industry)02 (UR-1,OBC-1)
Pump Operator cum Mechanic03 (UR-2,ST-1)
Total Vacancy120

আবেদন যোগ্যতা

স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস এবং ITI যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা (MDNL Recruitment 2025) এই পদে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। কেন্দ্র সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট গ্রহণ করেছেন অথবা এই ধরনের প্রশিক্ষণের মধ্যে রয়েছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন না।

How To Apply MDNL Recruitment 2025

অ্যাপ্রেন্টিস আইন অনুসারে apprenticeshipindia.org -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সকল ইচ্ছুক প্রার্থীকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আবেদন জানাতে হবে।

নিয়োগ পদ্ধতি

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে সরাসরি চাকরি প্রার্থীর মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে সংস্থা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteDownload PDF

Leave a Comment