Mishra Dhatu Recruitment 2025: ৭ হাজার টাকা স্টাইপেন্ড ট্রেনিং চলাকালীন, এপ্রেন্টিস নিয়োগ মিশ্র ধাতু নিগমে।

By Pinki Biswas

Updated On:

Follow Us
Mishra Dhatu Recruitment 2025

Mishra Dhatu Recruitment 2025: কর্মদক্ষতা এবং চাকরির ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা না থাকলে সরকারে কিংবা বেসরকারি সব চাকরি লাভ করাই সমস্যা জনক হয়ে উঠেছে। এই ধরনের কর্মজীবনের অভিজ্ঞতা প্রদান করার জন্য সরকারি দপ্তর গুলির পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে শিক্ষানবিস নিয়োগ করা হচ্ছে। মিশ্র ধাতু নিগম লিমিটেডের পক্ষ থেকে এইরকমই শিক্ষানবিশ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেখানে কম যোগ্যতায় আবেদন জানিয়ে চাকরি প্রার্থীরা কোনরকম পরীক্ষা ছাড়াই নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। যোগ্যতায় আবেদন জানিয়ে চাকরি প্রার্থীরা কোনরকম পরীক্ষা ছাড়াই নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। 

যে যে ট্রেডে এপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হলো- 

১) ইলেকট্রিশিয়ান

২) মেকানিক

৩) ওয়েল্ডার

৪) ফিটার

৫) ফটোগ্রাফার


৬) ল্যাবরেটরি এসিস্ট্যান্ট


৭) প্লামবার

৮) কার্পেন্টার

৯) পাম্প অপারেটর

শূন্যপদের সংখ্যা

এখানে মোট ১২০ টি শূন্যপদ আছে।

Read More: ফোন দিয়ে কাজ করো দিনে ২ ঘণ্টা। আয় হবে প্রতিমাসে ৩২,০০০/- এই ওয়ার্ক ফ্রম হোম জবে।

মাসিক বেতন

কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন(Mishra Dhatu Recruitment 2025) এর অন্তর্গত এই নিয়োগের ক্ষেত্রে প্রতিমাসে ৭০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে বলে জানা যাছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা(Mishra Dhatu Recruitment 2025)

 যেকোনো চাকরিপ্রার্থীরা স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।  প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। পূর্ববর্তী অ্যাপ্রেন্টিস হয়ে থাকলে আইন অনুসারে এই পদে আবেদন জানাতে পারবেন না চাকরি প্রার্থীরা।

নিয়োগ পদ্ধতি

 সরাসরি নিয়োগ করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্যপ্রার্থীদের। মাধ্যমিকের নম্বর অনুযায়ী একটি মেধা তালিকা প্রকাশ করবে মিশ্র ধাতু নিগম লিমিটেড কর্তৃপক্ষ। তালিকা মেনে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য পদ্ধতি অবলম্বন করে যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

How To Apply Mishra Dhatu Recruitment 2025

 ইচ্ছুক আবেদনকারীকে www.apprenticeshipindia.org -এই অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। অবশ্যই প্রয়োজনীয় আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে জমা করতে হবে। সঙ্গে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত বিবরণ, জাতিগত সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি একত্রিত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা করে দেবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official Website Download

Leave a Comment