Online Typing Jobs: নিজের হাতে থাকা মোবাইল দিয়েই টাইপিং জব! বাড়ি বসে প্রতিদিন আয় হবে ৭৫০/- টাকা করে।

By Pinki Biswas

Updated On:

Follow Us
Online Typing Jobs

Online Typing Jobs: গোটা বিশ্বে অফিসে গিয়ে কাজ করার পাশাপাশি বাড়িতে থেকে মোটা অংকের বেতন পাওয়ার কাজগুলিও অত্যন্ত পরিমাণে জনপ্রিয় হয়েছে করোনা অতিমারির পর থেকে। যার ফলে ঘরের মহিলা থেকে শুরু করে কলেজের পড়ুয়া কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তি সকলেই রোজগার করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আজকের মূল্য বৃদ্ধির বাজারে বাড়ির প্রতিটি সদস্যের কিছু টাকা রোজগার করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।

এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে এমন একটি চাকরির খবর তুলে ধরতে চলেছি, যেখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বাড়িতে বসেই টাইপিং এর কাজ করে মোটা অংকের টাকা রোজগার করার সুযোগ রয়েছে। তার পাশাপাশি কোনরকম নূন্যতম বা সর্বোচ্চ বয়সসীমা ছাড়াই যে কোন বিদ্যালয় বা কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এই কাজ করতে পারবেন।

পদের নাম

  1. Consultants (পরামর্শদাতা),
  2. Typists (টাইপিস্ট),
  3. urveyors (সার্ভেয়ার)।

কাজের বিবরণ

অতিরিক্ত সময়কালের মধ্যে রোজগার করার অন্যতম সুযোগ দিচ্ছে (Online Typing Jobs) এই কোম্পানি। একাধিক কাজের বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বা মতামত দিতে পারেন। পাশাপাশি Flipkart, Myntra, Nykaa, Swiggy ইত্যাদির মত একাধিক লজিস্টিক কোম্পানির সঙ্গে টাইপিং এর কাজে যুক্ত হতে পারেন চাকরিপ্রার্থীরা

কোম্পানির বিশেষত্ব

কোম্পানি সাধারণত বিভিন্ন লজিস্টিক বা ই-কমার্স কোম্পানি এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ সাধন করতে সহায়তা করে।

Read More: এবার গুগল কম্পানি দিচ্ছে বাড়ি বসে বিশাল কাজের সুযোগ! ডলারে আয় প্রতিমাসে।

আবেদন যোগ্যতা (Online Typing Jobs)

  1. চাকরি প্রার্থীরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিজের বাড়িতে বসে এই কাজ করতে পারেন।
  2. এখানে পুরুষ মহিলা নির্বিশেষে অভিজ্ঞ অনভিজ্ঞ সমস্ত ব্যক্তিরা এই কাজ করতে পারেন।
  3. এখানে কাজ করার জন্য কোন বয়সসীমা বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না।
  4. এখানে চাকরিপ্রার্থীরা পার্টটাইম বা ফুলটাইম উভয় সময় কাজ করতে পারবেন।

বেতনের পরিমাণ

চাকরিপ্রার্থীদের কাছে প্রতি ঘন্টা কাজের হিসেবে প্রতিদিন 200 টাকা থেকে 1000 টাকা রোজগার করার সুযোগ আছে। এবং প্রতিমাসে চাকরি প্রার্থীরা 30000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

How To Apply For Online Typing Jobs

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। অবশ্যই যত শীঘ্রই সম্ভব এই আবেদন করে ফেলতে হবে।  নির্দিষ্ট পরিমাণ কর্মী নিযুক্ত হয়ে গেলে এখানে আর নিয়োগ করা হবে না। চাকরিপ্রার্থীরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি সেরে ফেলুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Apply NowApply Link

Leave a Comment