PM Krishak Tractor Yojana: নতুন প্রকল্প চালু ট্র্যাক্টর কিনতে টাকা দিচ্ছে মোদী প্রত্যেক কৃষককে! কিভাবে আবেদন করবেন?

By Pinki Biswas

Updated On:

Follow Us
PM Krishak Tractor Yojana

PM Krishak Tractor Yojana: কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবারে আরও এক নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে। কৃষি ক্ষেত্রে লাঙ্গল চাষের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। কৃষকদের এই পরিশ্রমের নিরাময় ঘটানোর জন্য দরিদ্র কৃষকদের ট্রাক্টর এর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।

প্রকল্পের উদ্দেশ্য

 মানুষদের জন্য খাদ্যের যোগান দিলেও ভারতবর্ষের কৃষকদের বেশিরভাগেরই অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো নয়। এই মূল্য বৃদ্ধির বাজারে প্রতিদিনের থাকা খাওয়ার যোগান দিতে হিমশিম খেতে হয় এই সমস্ত কৃষকদের। দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কৃষকদের নিজের জমি চাষ করার জন্যও প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়।

তবে একটি ট্রাক্টর থাকলে অত্যন্ত সহজেই কিছুক্ষণের মধ্যে সমস্ত জমি চাষ করা সম্ভব হয়। কৃষি ক্ষেত্রে উন্নতি এবং কৃষকের জীবন যাপনের উন্নতি ঘটানোর জন্য (PM Krishak Tractor Yojana) প্রধানমন্ত্রী কৃষক ট্রাক্টর যোজনা শুরু করা হয়েছে।

Read More: প্রতিমাসে বেতন ২৯ হাজার টাকা, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ কলকাতা জাদুঘরে।

এই প্রকল্পে কি কি সুযোগ থাকছে?

বিশেষত দরিদ্র কৃষকদের এবং নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে সহায়তার জন্য ট্রাক্টর এর উপর সাবসিডি বা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।  কৃষক নিজের জমির জন্য ট্রাক্টর কিনতে চাইলে সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ট্রাক্টরের মূল্য বহন করা হবে।

আবেদন যোগ্যতা

১) যে সমস্ত কৃষকের (PM Krishak Tractor Yojana) কাছে ইতিমধ্যেই একটি ট্রাক্টর রয়েছে তারা এই প্রকল্পে কোনোভাবেই আবেদন জানাতে পারবেন না।

২) যে সমস্ত কৃষকেরা গোটা বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা রোজগার করেন, তাদেরকেই এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার।

৩) অন্ততপক্ষে ১৮ বছর বয়স হয়েছে এমন ব্যক্তিরাই আবেদন জানাতে পারবেন।

৪) আবেদনকারী ব্যক্তিকে আবশ্যকভাবে ভারতবর্ষের স্থায়ী কৃষক হতে হবে।

৫) এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকের নিজের নামে বৈধ জমি থাকা আবশ্যক।

How To Apply PM Krishak Tractor Yojana

ভারতবর্ষের যেকোন রাজ্য থেকে কৃষকেরা এখানে আবেদন করতে পারবেন। কৃষকেরা তাদের রাজ্যের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

কৃষি দপ্তর থেকে সমস্ত তথ্য জেনে নিয়ে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। তারপর সরকারের পক্ষ থেকে সমস্ত আবেদন বিশ্লেষণের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।

Leave a Comment