POMIS Prokalpa 2025: সরকার আবার নতুন প্রকল্প চালু করল মাসে ৯২৫০ টাকা। আবেদন করুন এই প্রতিবেদন থেকে। আবেদন করুন আজকের এই প্রতিবেদন থেকে।
সরকারের একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প।
এই প্রকল্পে বিশেষ ভাবে তারা উপকৃত হবে যারা কোনরকম কোন ঝুকি ছাড়া আয় খুঝছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতবাসীর প্রত্যেকে নির্ভরযোগ্য মাসিক আয় নিশ্চিত করবে কেন্দ্র সরকার। এই প্রকল্পের কি কি সুবিধা থেকছে টা জেনে নেব আজকের প্রতিবেদন থেকে।
প্রকল্পের মেয়াদ এবং বিনিয়োগ সীমা
১/ মেয়াদ
প্রকল্পের বিনিয়োগকাল ৫বছর। এই প্রকল্পের মেয়াদ শেষ হলে মুলধন তুলে আবার পুনরাই বিনিয়োগ করতে পারবেন।
২/ বিনিয়গের ফলাফল(POMIS Prokalpa 2025)
৩/ একজনের অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন।
৪/ যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন।
৫/ নুন্যতম বিনিয়োগ ১,০০০ টাকা করে জমা করতে হবে।
মাসিক আয়
এই প্রকল্পের জন্য পোস্ট অফিশ ৭,৮% সুদ দেবে। এটি মাসিক ভিত্তিতে বিভরন করা হবে। যদি আপনি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে প্রতি মাসে পাবেন ৯,২৫০ টাকা করে।
এই প্রকল্পের নিরাপত্তা ও সুবিধা (POMIS Prokalpa 2025)
১/ ঝুকিমুক্ত বিনিয়োগ
এটি পোস্ট অফিস প্রকল্প যা সকারের দ্বারা তৈরি। এখানে কোন মতেই টাকা হারাবার ঝুকি নেই।
২/ নিয়মিত আয়ের সুবিধা
এই প্রকল্পে বাজারের ওঠাপরার ভয় নেই। মাসিক আয়ের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রকল্প।
৩/ সহজ প্রক্রিয়া
আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন সবাই। সমস্ত নথিপত্র জমা করে দিলেই বিনিয়োগ শুরুকাওরা হবে।
৪/ সঞ্চয়ের সুরক্ষা
অল্প সঞ্চয় প্রকল্প হওয়ায় এটি কম ঝুঁকিপূর্ণ, আর স্থায়ী আয় নিশ্চিত হওয়ায় এটি ভবিষ্যৎ সুরক্ষার একটি ভালো পন্থা।
Read More: বাড়ি বসে পাবেন মাসে ১০০০/- টাকা ই শ্রম কার্ড থাকলে! বাড়িতে বসে বানিয়ে ফেলুন।
পেনাল্টি এবং শর্তাবলি
১/ পাঁচ বছরের আগে টাকা তোলা
মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে চাইলে একটি পরিমাণ মতো পেন্টালি কাটা হবে।
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন
নিকটবর্তী পোস্টঅফিসে গিয়ে প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ জমা দিন।তারপর বিনিয়োগের টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করুন।
কেন করবেন এই প্রকল্পে বিনিয়োগ
সরকারি সুরক্ষা, মাসিক নিশ্চিত আয়, সহজ প্রাপ্যতা, বাজারের প্রভাব মুক্ত।
How To Apply POMIS Prokalpa 2025
এখানে আবেদন করার জন্য় আপনাদের কে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে।
Details Check: CLICK HERE