Poshupalan Dairy Loan 2025: আমরা সকলেই জানি ভারতবর্ষে পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য বিক্রয় অন্যতম প্রধান জীবিকা হিসেবে ব্যবহার করে থাকে মানুষ। গোটা বিশ্বে দুগ্ধজাত দ্রব্য প্রথম থেকেই প্রথম স্থানে রয়েছে সাধারণভাবেই দেশের সার্বিক বিকাশের জন্য এই জীবিকার ক্ষেত্রটির অন্তত গুরুত্বপূর্ণ। এই কারণেই জন্যই সরকারের পক্ষ থেকে পশুপালন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এমন মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করতে চাইছেন।
যে সমস্ত মানুষেরা এই পশুপালন দুগ্ধজাত দ্রাব্য বিক্রয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের খুব স্বাভাবিকভাবেই প্রচুর মূলধন প্রয়োজন অথচ অত বিশাল পরিমাণ মূলধন না থাকায় অনেকেই সেই ব্যবসা করতে পারেন না। সেই জন্যই এবার সরকারের পক্ষ থেকে নতুন বছরেই শুরু হতে চলেছে দেয়ারি লোন যোজনা।
পশু পালন লোন যোজনা এক নজরে (Poshupalan Dairy Loan 2025)
প্রকল্পের নাম | পশুপালন ডেয়ারি লোন যোজনা |
প্রকল্প শুরুর বছর | ২০২৫ |
টারগেট বেনিফিটস | ফারমার ও পশুপালন |
লোন অ্যামাউন্ট | ৫০,০০০ থেকে ৫,০০,০০০ |
ইন্টারেস্ট রেট | ৪% থেকে ৭% |
রিপেমেন্ট পিরিয়ড | ৩ থেকে ৭ বছর |
সাবসিটি | ২৫% থেকে ৩৩% |
অ্যাপ্লিকেশন প্রশেস | অনলাইন ও অফলাইন |
প্রকল্পের উদ্দেশ্য
এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা অনেক সময় অন্য পেশা বেছে নেন সাধারণত অধিক মূলধন না থাকায় এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন সাধারণ মানুষেরা। যার ফলে সমগ্র দেশের অর্থনীতিতে চাপ আসতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশুপালন পেশার সঙ্গে যুক্ত মানুষদের এই পেশার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্যই এই প্রকল্প শুরু করা হবে বলে জানা যাচ্ছে।
সুযোগ-সুবিধা
ডেয়ারি লোন (Poshupalan Dairy Loan 2025) যোজনা শুরু করা হচ্ছে শুধুমাত্র দেশের কৃষক এবং পশুপালকদের জন্য যার ফলে পশুপালকদের ব্যবসায় বিশেষভাবে উন্নতি হবে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষক বা পশু পালকের প্রয়োজন অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
Read More: এবার পাবেন মাসে ৯২৫০ টাকা! কেন্দ্র সরকারের নতুন প্রকল্প চালু।
আবেদন যোগ্যতা
- অবশ্যই আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
- পশুপালন বা কৃষিকাজ পেশার সঙ্গে যুক্ত থাকলেই হবে।
- পশুদের জন্য উপযুক্ত জায়গা থাকতে হবে আবেদনকারীর কাছে।
- আবেদনকারীর ভালো গুনাগুন ইতিহাস থাকতে হবে।
প্রয়োজনীয় নথি
- বার্ষিক আয় এর প্রমাণ পত্র।
- আবেদনকারীর নামে জায়গার দলিল।
- ব্যাংকের পাস বই।
- পশুপালন পেশার প্রমাণপত্র।
- প্যান কার্ড।
- আধার কার্ড।
How To Apply Poshupalan Dairy Loan 2025
২০২৫ এর জন্য তৈরি করা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন পূর্ণ করে জমা করতে হবে। সরকারের পক্ষ থেকে আপনার আবেদনটি স্বীকৃত হলে তবে এই প্রকল্পের সুবিধা পাবেন।