Railway Recruitment 2025: ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের জন্য একের পর এক দুর্দান্ত সুখবর প্রকাশ করছে রেলের একাধিক বিভাগ। কিছুদিন আগে গ্রুপ ডি নিয়োগ এর জন্য আবেদন গ্রহণ শেষ হওয়ার প্রায় সাথে সাথেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার সহ একাধিক পদে অসংখ্য যোগ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ উল্লেখ করা হলো। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বয়স সীমা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত তথ্য দেখে নিন।
একনজরে
নিয়োগকারী সংস্থা | Northeast Frontier Railway |
পদের নাম | নীচে দেওয়া আছে |
শূন্যপদ | ১৮৫৬ টি |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
নিয়োগ পদ্ধতি | লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ |
আবেদন শেষ তারিখ | ২৮শে ফেব্রুয়ারি |
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি২০২৫ |
ফর্ম ফিলাপ শুরু | ০৭ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ |
পদের নাম
- স্বাস্থ্য পরিদর্শক (Health Inspector)
- নার্সিং সুপারিনটেনডেন্ট (Nursing Superintendent)
- দারোয়ান (Guard)
- অফিস সহকারি (Office Assistant)
- বিভাগ নিয়ন্ত্রক (Division Controller)
- স্টেশন মাস্টার (Station Master)
- প্রধান নিয়ন্ত্রক (Chief Controller)
- রুম বেয়ারা (Room Bearer)
- প্রধান টিকিট পরিদর্শক (Chief Ticket Inspector)
- সহকারি, টিকিট পরিদর্শক (Assistant, Ticket Inspector)
- সিনিয়র টেকনিশিয়ান (Senior Technician)
- টেকনিশিয়ান (Technician)
- ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-I (Track Maintenance Worker-I)
- ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-II (Track Maintenance Worker-II)
- ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-III (Track Maintenance Worker-III)
- ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-IV (Track Maintenance Worker-IV)
- এসএসই (SSE)
- জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer)
Northeast Frontier Railway Vacancy List
Department | Vacancy |
প্রকৌশল বিভাগ | |
বৈদ্যুতিক বিভাগ | |
যান্ত্রিক বিভাগ | |
বাণিজ্যিক বিভাগ | |
S & T বিভাগ | |
চিকিৎসা বিভাগ | |
স্টোর বিভাগ | |
কর্মী বিভাগ | |
মোট শূন্যপদ | |
আবেদন যোগ্যতা
১) পদের প্রতিটি (Railway Recruitment 2025) বিভাগ অনুযায়ী চাকরি প্রার্থীদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় একাধিক পদের জন্য নিয়োগ করবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নিতে হবে।
২) উল্লেখিত পদগুলিতে সর্বোচ্চ ৬৪ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
Read More: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে একাধিক কর্মী নিয়োগ! কি কি যোগ্যতাই আবেদন করবেন?
মাসিক বেতন(Railway Recruitment 2025)
কেন্দ্রীয় সরকারের ভারতীয় রেল বিভাগের অন্তর্গত উত্তর পর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত বিল করতে অনুসারে একাধিক পদের জন্য বিভিন্ন বেতন ক্রম থাকছে।
নিয়োগ পদ্ধতি
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- শারীরিক পরীক্ষা।
- ইন্টারভিউ।
- লিখিত পরীক্ষা।
How To Apply For Railway Recruitment 2025
এই আবেদন টি করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি সরাসরি পূরণ করে নিতে পারবেন। আবেদন সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ অনলাইন মাধ্যমে আপলোড করে সাবমিট করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Website | https://nfr.indianrailways.gov.in/ |
Official Notice | Download PDF |
Apply Online | Click Hear |