VSN Teacher Recruitment 2025: শিক্ষক নিয়োগ কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয়ে, ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ।

By Pinki Biswas

Updated On:

Follow Us
VSN Teacher Recruitment 2025

VSN Teacher Recruitment 2025: দুর্দান্ত সুখবর প্রকাশ করল কেন্দ্রীয় বিদ্যালয় রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। বেশ কিছু বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে কলকাতা শহরে অবস্থিত কেন্দ্র বিদ্যালয়ে। সরকারের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ থাকলেও কেন্দ্রীয় বিদ্যালয়ে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য আবেদন করার সুযোগ থাকছে।

এই প্রতিবেদনের মাধ্যমে শিক্ষকতার বিষয়, পদের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

যে যে পদে শিক্ষক নিয়োগ করা হবে?

পোস্ট গ্র্যাজুয়েট টিচার:

Economics, History, Geography, Hindi, English & Commerce, Physics, Chemistry, Math, Biology, Computer Science, Political Science. 

ট্রেড গ্র্যাজুয়েট টিচার:

  1. Sanskrit & Mathematics, Hindi, English, Science, Social Science.
  2. কম্পিউটার ইন্সট্রাক্টর
  3. শিক্ষক (ডান্স, যোগা, স্পোর্টস)
  4. নার্স
  5. প্রাইমারি শিক্ষক

আবেদন যোগ্যতা (VSN Teacher Recruitment 2025)

উপরে উল্লেখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়ে আবেদন জানাতে চাইছেন, সেই বিষয়ের অন্ততপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রী হতে হবে। এই বিদ্যালয়ে একাধিক পদে সহায়ক শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হবে। 

সরকারি বিদ্যালয়ে গুলিতে বর্তমানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ স্থগিত থাকলেও একাধিক বেসরকারি বা সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের এই শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Read More: কর্মী নিয়োগ সার উৎপাদনকারী সংস্থায়, আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই।

যেসব পদে নিয়োগ করা হবে

প্রশিক্ষিত গ্রাজুয়েট শিক্ষক (TGT)

স্নাতকোত্তর শিক্ষক (PGT)

শিক্ষাগত যোগ্যতা

প্রশিক্ষিত গ্রাজুয়েট শিক্ষক (TGT) বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান(VSN Teacher Recruitment 2025) অথবা কলা বিভাগের স্নাতক ডিগ্রি রয়েছে এমন চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর মধ্যে একটি বিষয় ভূগোল থাকতে হবে। প্রার্থীকে আবশ্যিকভাবে B.Ed ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
স্নাতকোত্তর শিক্ষক (PGT)আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ের স্নাতক উত্তর ডিগ্রী প্রাপ্ত হতে হবে। পাশাপাশি আবশ্যিকভাবে B.Ed ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীর কোনরকম বয়সসীমা উল্লেখ করা হয়নি বিদ্যালয়ের পক্ষ থেকে। ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ যে কোন বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য।

মাসিক বেতন

 শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলে যথেষ্ট ভালো মানের বেতন প্রদান করবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদন পদ্ধতি (VSN Teacher Recruitment 2025)

 পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর শিশু নিকেতনে ভূগোল বিষয়ের সহায়ক শিক্ষক বা শিক্ষিকা পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বিদ্যালয়ের www.vsn.ac.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্র প্রিন্ট আউট করিয়ে নিয়ে সম্পূর্ণ হাতে-কলমে অফলাইন মাধ্যমে পূরণ করে নিতে হবে।

পত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দেওয়ার পূর্বে অবশ্যই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলি একত্রিত করে একটি মুখবন্ধ খামে ভরে নেবেন। ১৭/০২/২০২৫ তারিখের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করে আসতে হবে।

আবেদনের ঠিকানা

 Principal, Vidyasagar Shishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur, Pin-721102

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteDownload PDF

Leave a Comment