WB Bengali Hawker Scheme: পশ্চিমবঙ্গে চালু হয়েছে নতুন হকার স্কিম! আর্থিক সহায়তা করবে মুখ্যমন্ত্রী ২ লক্ষেরও বেশি হকারদের।

By Pinki Biswas

Updated On:

Follow Us
WB Bengali Hawker Scheme

WB Bengali Hawker Scheme: পশ্চিমবঙ্গ রাজ্যের হকারদের জন্য প্রচুর সমস্যার সৃষ্টি হওয়ার কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে হকার উচ্ছেদ করা হয়েছিল। যার ফলে প্রচুর সমস্যার পরতে হয়েছে রাজ্যের প্রচুর ছোট বড় হকারদের। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সমীক্ষার মাধ্যমে এই সমস্ত হকারদের পরিচয় এবং বিবরণ জেনে তাদেরকে সরকারি এই প্রকল্প দেয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।

সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত হকারদের আর্থিক ভাবে বিশেষ সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথমে হকারদের সংখ্যা গণনা করবে। তারপর যোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে এই প্রকল্পের আর্থিক সাহায্যটি। সরকারের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে।

রাজ্যের হকারদের জন্য নতুন প্রকল্প(WB Bengali Hawker Scheme)

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর ফুটপাত জুড়ে বিস্তারিত(WB Bengali Hawker Scheme)হকার মার্কেটের কারনে সমস্যার পরতে হচ্ছিল রাজ্যের পরিবহন ব্যবস্থাকে। সেই জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত ফুটপাত জুড়ে ব্যবসা বন্ধ করা হয়েছিল হকারদের। এই কারনে চরম আর্থিক দুরবস্থার সম্মুখীন হতে হয় রাজ্যের হকারদের ।

Read More: সম্পূর্ণ বিনামূলে প্রশিক্ষন ও চাকরি BHEL ইলেকট্রিকে! প্রশিক্ষণ চলাকালীন কত স্টাইপেন্ড পাবেন?

কারা কারা এই সুযোগ পাচ্ছেন?

১) প্রতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আর এবারেও রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্ছেদিত হকারদের এই নতুন প্রকল্পের মধ্যে আনার চেষ্েকরা হচ্ছে।

২) রাজ্যের হকারদের মধ্যে বহু হকার নিজেদের নাম সরকারি(WB Bengali Hawker Scheme) এই সংস্থায় রেজিস্ট্রেশন করেছেন। এই সমস্ত ব্যক্তিরা রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবেন বলে জানা যাচ্ছে।

৩) তার পাশাপাশি যে সমস্ত হকাররা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেনি, তাদের জন্যেও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে । এই সমস্ত ব্যক্তিরা যাতে পরবর্তী সময়ে নিজেদের প্রয়োজনীয় নথিপত্রের প্রমাণ দেখিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন সেই দিকে বিশেষ খেয়াল রাখবে রাজ্য সরকার।

Leave a Comment