Work From Home Jobs 2025: মাসে 65,000 টাকা মাইনে বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ! তার জন্য বাইরে যেতে হবে না বাড়িতে বসে কাজ।

By Pinki Biswas

Updated On:

Follow Us
Work From Home Jobs 2025

Work From Home Jobs 2025: প্রতি মাসে ৬৫,০০০/- টাকা পর্যন্ত রোজগার করুন বিদেশি কোম্পানিতে চাকরি করে। এই কাজের জন্য নিজের দেশ ছেড়ে বিদেশে যেতে হবে না। যেতে হবে না রাজ্যের বাইরেও। বাড়িতে থেকেই Work From Home Job করে হাজার হাজার টাকা রোজগার করতে পারেন। পার্ট টাইম বা ফুলটাইম হিসাবেও সপ্তাহে মাত্র ৫ দিন কাজ করেই ডলারে (American Dollar) রোজগার করার সুযোগ পাচ্ছেন কর্মীরা।

 প্রতিনিমিরাএই দেশে বেড়ে চলেছে বেকারত্বের হার। বেকার যুবক যুবতীদের মধ্যে আপনার নামটি অন্তর্ভুক্ত করাতে না চাইলে, অবশ্যই আজকের প্রতিবেদন থেকে এই দুর্দান্ত কাজের সুযোগটি সম্পর্কে ভালভাবে জেনে নিন। বিদেশি এডুকেশন কোম্পানির হয়ে বাড়িতে বসে কাজ করার এই দুর্দান্ত সুযোগটি ছারবেন চাকরিপ্রার্থীরা ।

Overview Work From Home Jobs 2025

Post NameCustomer Support Specialist
Qualification12th Pass
Job TypeWork From Home
Age Limit18+
Application ProcessOnline
Monthly Salary65,000/- Month

আবেদন যোগ্যতা

১) উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা বিদেশে এই কোম্পানির হয়ে (Work From Home Jobs 2025) কাজ করার সুযোগ পাচ্ছেন। এখানে কোনরকম বিশেষ যোগ্যতা অথবা অভিজ্ঞতার প্রয়োজন নেই।

২) পুরুষ মহিলা নির্বিশেষে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যক্তিরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

৩) যে কোন রাজ্য থেকে এমনকি যে কোন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

৪) ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ যে কোন বছরের চাকরি প্রার্থীরা (Work From Home Jobs 2025) এই পদে আবেদনের যোগ্য।

৫) শুধুমাত্র টাইপিং অর্থাৎ ডাটা এন্ট্রি কাজ করে অথবা গ্রাহকদের একাধিক সমস্যার সমাধান ঘটিয়ে রোজগার করা যাবে। টাইপিং এর কাজ এবং শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্র-ছাত্রীদের সম্বন্ধ স্থাপন করার দায়িত্ব থাকবে নিযুক্ত কর্মীদের উপর।

Read More: মোটা বেতনের চাকরির সুযোগ ইন্ডিয়ান নেভিতে, কি যোগ্যতায় আবেদন করতে পারবেন?

মাসিক বেতন

প্রতিমাসে স্থায়ী বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। কোম্পানির বিদেশি ডলার হিসাবে ভারতীয় টাকায় প্রতি মাসে ৬৫,০০০/- টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের কাছে।

How To Apply Work From Home Jobs 2025

চাকরি প্রার্থীরা তাদের মোবাইল ফোনের Goolge Chorme থেকে Preply Careers লিখে সার্চ করে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের আগে অবশ্যই Careers অপশনে গিয়ে Customer Support Specialist (Remote) India অপশনটি বেছে নিয়ে আবেদন করতে হবে। অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটের সমস্ত বিবরণ ভালোভাবে বুঝে নিয়ে তবে অনলাইন মাধ্যমে আবেদন করবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteDownload

Leave a Comment