Yuvashree Prakalpo: প্রতিমাসে ১৫০০/- টাকা ভাতা পাবে রাজ্যের সব বেকার ছেলেমেয়েরা! অনলাইনে সম্পূর্ণ আবেদন করুন।

By Pinki Biswas

Updated On:

Follow Us
Yuvashree Prakalpo

Yuvashree Prakalpo: তুমি যদি সম্পূর্ণ বেকার হয়ে থাকো, তাহলে তোমাকে প্রতিমাসে ১৫০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার। তোমার যতদিন  একটা চাকরি বা কর্মসংস্থান না হচ্ছে, ততদিন এই ভাতা প্রতিমাসে পেতেই থাকবে। এই প্রকল্পের নাম হচ্ছে- যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা।

 বেকার ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কি থাকছে? বয়সসীমা কি লাগবে? কীভাবে আবেদন করবেন। সমস্ত প্রসেস বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে।

বেকার ভাতা

১) ছেলে হোক বা মেয়ে, তার বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

২) যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম অষ্টম শ্রেনী পাস করে থাকতে হবে প্রার্থীকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা যেকোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে।

৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Yuvashree Prakalpo

প্রকল্পের আওতায় নাম আসলে প্রতিমাসে ১৫০০/- টাকা ভাতা পাবে। ফর্ম ফিলাপ করার সময় আবেদনকারীর নিজের নামের ব্যাঙ্ক একাউন্ট দিয়ে হবে।

Read More: শিক্ষক নিয়োগ কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয়ে, চাকরির সুযোগ সরাসরি ইন্টারভিউ দিয়ে।

How To Apply Yuvashree Prakalpo

এখানে (Yuvashree Prakalpo) আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম যুক্ত করতে হবে। তারপর  আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

Important Document

  1. Education Details (শিক্ষাগত যোগ্যতা)
  2. Contact Information
  3. Personal Information
  4. Language (ভাষা)
  5. Upload Photo / CV
  6. Physical Measurement (শারিরীক পরিমাপ)
  7. Experience Details (কাজের অভিজ্ঞতার তথ্য)
  8. Additional Information : (অতিরিক্ত তথ্য)

ফিলাপ করার পরের ধাপে আবেদনকারীর কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে 20 KB থেকে 100 KB এর মধ্যে। ডকুমেন্ট গুলি হল-

  1. Physically Challenged – PH Certificate of Govt. Hospital with minimum 40% disability
  2. Educational Qualification – Marksheets or Certificates of all Exams passed / Transfer Certificate
  3. Proof of Residence – Ration Card/Voter ID Card/ Passport/ Aadhaar Card
  4. Caste (other than General) – Caste Certificate
  5. Name, Date of Birth – MP Admit Card / MP certificate / Transfer Certificate or Birth Certificate

 স্ট্যাটাস চেক

ফর্ম ফিলাপ এবং ডকুমেন্ট আপলোড করার পরে, একটি একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে। সেখানে Temp Id দেওয়া থাকবে। সেই আইডি দিয়ে যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে।

প্রকল্পে নাম তুলবে কিভাবে?

আমরা এমপ্লয়মেন্ট পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করলাম।  যুবশ্রী প্রকল্পে ফর্ম ফিলাপ হয়নি। একটি নির্দিষ্ট সময়ে যুবশ্রী প্রকল্পে নাম তোলার জন্য ফর্ম প্রকাশিত হয় employmentbankwb.gov.in এই ওয়েবসাইটে।

প্রকল্পে নাম তোলার ফর্ম প্রকাশিত হলে, এমপ্লয়মেন্ট পোর্টালে লগইন করার User Name ও Password দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর  সারা রাজ্য থেকে তোমার মতো আর যারা যুবশ্রী প্রকল্পে ফর্ম ফিলাপ করেছে তাদের ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। লিস্ট থেকে নাম বাছাই হয়ে যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়। ফাইনাল লিস্টে নাম থাকলে, তবে তুমি মাসে মাসে ১৫০০ টাকা ভাতা পাবে।

Important Link Yuvashree Prakalpo

Official WebsiteDownload PDF

Leave a Comment